ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

করোনা: বিএনপির সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৮, মার্চ ১০, ২০২০
করোনা: বিএনপির সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি স্থগিত

ঢাকা: খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্বঘোষিত বুধবার (১১ মার্চ) সারাদেশে যে সমাবেশ ডেকেছিল তা স্থগিত করেছে বিএনপি। করোনা ভাইরাসের কারণে এ কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে বলে ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সমাবেশ স্থগিতের পাশাপাশি মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের পক্ষ থেকে যে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছিল সেটাও বাতিল করা হয়েছে।



সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।