ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

রাজনীতি

কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৫, জুলাই ২০, ২০২০
কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার গ্রেফতার। প্রতীকী ছবি

সাতক্ষীরা: চাঁদাবাজি ও অপহরণ মামলায় সাতক্ষীরার কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু সাঈদকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ।

সোমবার (২০ জুলাই) সকালে কলারোয়ার যুগীখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাতক্ষীরা সিআইডি পুলিশের সহকারী পুলিশ সুপার আলী হায়দার বাংলানিউজকে জানান, ২০১৮ সালের ৫ আগস্ট কলারোয়ার পাইকপাড়া গ্রামের কলেজ পড়ুয়া ছাত্র ওসমান আলীকে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ করে আবু সাঈদের নেতৃত্বে সংঘবদ্ধ একটি চক্র। পরে মুক্তিপণ বাবদ এক লাখ টাকা দাবি করলে ওসমানের বাবা আজগর আলী ৩৫ হাজার টাকা দিয়ে ছেলেকে ছাড়িয়ে আনেন।  

এ ঘটনায় আবু সাঈদকে আসামি করে ২০১৮ সালের ১২ আগস্ট কলারোয়া থানায় মামলা হয়। পরে চাঞ্চল্যকর এ মামলাটির তদন্তের দায়িত্ব পায় সিআইডি।  

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ