ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

রাজনীতি

পরিবহন শ্রমিক লীগের কার্যকরী সভাপতি হলেন মামুনুর রশিদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫২, জুলাই ২০, ২০২০
পরিবহন শ্রমিক লীগের কার্যকরী সভাপতি হলেন মামুনুর রশিদ মো. মামুনুর রশিদ

ঢাকা: বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি হলেন মো. মামুনুর রশিদ।  
 
সোমবার (১৯ জুলাই) সংগঠনটির দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


 
এতে বলা হয়, গত জুন মাসের ৪ তারিখে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মজিবুর রহমান খান মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে সংগঠনের কার্যকরী সভাপতি পদটি শূন্য হয়ে যায়। পরিবহন শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ হানিফ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যকরী কমিটির সভায় উপস্থিত নেতাদের সর্বসম্মতিক্রমে মো. মামুনুর রশিদকে কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি হিসেবে কো-অপশনের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
আরকেআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ