ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

রাঙামাটি আ. লীগের সাধারণ সম্পাদক জসীম আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৩, জুলাই ২১, ২০২০
রাঙামাটি আ. লীগের সাধারণ সম্পাদক জসীম আর নেই জসীম উদ্দীন বাবুল।

রাঙামাটি: রাঙামাটি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসীম উদ্দীন বাবুল (৬০) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

 

সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, শারীরিকভাবে অসুস্থ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেসময় তার করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে। শ্বাসকষ্টজনিত কারণে তিনি মারা গেছেন বলে সূত্রটি নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, মঙ্গলবার (২১ জুলাই) সকালে তার মরদেহ রাঙামাটি জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আনা হবে এবং শ্রদ্ধা শেষে সকাল ১০টায় রাঙামাটি বায়তুশ শরফ জব্বারিয়া মাঠে জানাজা শেষে তার গ্রামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিয়ে যাওয়া হবে।

এদিকে  আওয়ামী লীগের এই নেতার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার, মহিলা সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুসহ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ০৯২১ ঘণ্টা, জুলাই ২১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।