ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে জনতার ঢল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০৪, আগস্ট ৩১, ২০২০
প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে জনতার ঢল প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে জনতার ঢল

মেহেরপুর: প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে হাজার হাজার জনতার ঢল নামে মেহেরপুর শহরের হোটেল বাজার জামে মসজিদ প্রাঙ্গণে। করোনা পরিস্থিতি দমাতে পারেনি গণজমায়েত।

হাজার হাজার জনতা অশ্রুশিক্ত নয়নে শেষ বিদায় দেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা মাহাবুবুর রহমান মধুকে।

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুলের চাচা মাহবুবুর রহমান মধুর দাফন সম্পন্ন হয় বিকেলে।

রোববার (৩০ আগস্ট) বাদ আসর মেহেরপুর শহরের হোটেল বাজার জামে মসজিদ প্রাঙ্গণে মাহবুবুর রহমান মধুর জানাজা শেষে শহরের পুরাতন কবরস্থানে তাকে দাফন করা হয়।
মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল, পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন’সহ শত শত মানুষ জানাজা ও দাফন কাজে অংশগ্রহণ করেন।

মাহবুবুর রহমান মধু তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ সময়: ০৭০৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।