ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আন্দোলনের মাধ্যমেই গণতন্ত্র কায়েম করতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২০
আন্দোলনের মাধ্যমেই গণতন্ত্র কায়েম করতে হবে

পিরোজপুর: বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন বলেছেন, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে এদেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা হবে। কঠোর আন্দোলন ছাড়া এ সরকারকে ক্ষমতাচ্যুত করা যাবে না।

গত কয়েকদিনের অতির্বষণ ও করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষের মধ্যে সোমবার (৩১ আগস্ট) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে খাদ্য সহায়তা প্রদানকালে তিনি এ কথা বলেন।

জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ সহায়তা প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পিরোজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সালাম বাতেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদুল্লাহ শহিদ, মির্জা জহুরুল হক, শিল্প বিষয়ক সম্পাদক নাদের খান রাজু, জেলা জাসসের সভাপতি জাহিদ হাসানসহ জেলা বিএনপির নেতারা।

এ সময় জেলার ৬০০ অসহায় ও কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী হিসেবে প্রতি প্যাকেটে চাল, ডাল ও তেল ও একটি মাস্ক দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।