ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

টাঙ্গাইল শহর ছাত্রলীগ নেতা তানজীল গ্রেফতার

ডি‌স্ট্রিক্ট ক‌রেসপ‌ন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪২, সেপ্টেম্বর ১১, ২০২০
টাঙ্গাইল শহর ছাত্রলীগ নেতা তানজীল গ্রেফতার মীর ওয়াছেদুল হক তানজীল

টাঙ্গাইল: টাঙ্গাইল শহর ছাত্রলীগের সভাপতি মীর ওয়াছেদুল হক তানজীলকে গ্রেফতার করেছে পুলিশ।  

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে জেলা শহরের থানাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গত ৯ জুলাই টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডে শহর ছাত্রলীগের সদস্য ফাহিম খান ওরফে দ্বীপ সন্ত্রাসী হামলার শিকার হন। এ ঘটনায় ফাহিমের মা শহর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শাহিন আরা মিষ্টু বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় মীর ওয়াছেদুল হক তানজীলকে প্রধান আসামি করা হয়।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বাংলানিউজকে জানান, ফাহিম খানের ওপর হামলার ঘটনার মামলায় বৃহস্পতিবার রাতে তানজীলকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাকে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।