ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

স্বেচ্ছাসেবক দলের নিহত নেতার বাসায় তৈমুর-আজাদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৮, সেপ্টেম্বর ১৯, ২০২০
স্বেচ্ছাসেবক দলের নিহত নেতার বাসায় তৈমুর-আজাদ ...

নারায়ণগঞ্জ: মামলায় হাজিরা দিতে এসে সড়ক দুর্ঘটনায় নিহত নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল নেতা আল আমিনের বাসায় উপস্থিত হয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি পাশে থাকার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ও বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রূপগঞ্জে আল আমিনের বাড়িতে যান বিএনপির এ দুই নেতা।

এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

আল আমিন বিএনপির দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে ঢাকায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন। পরে তাকে নাশকতার মামলায় কারাবাস করতে হয়েছিল। দুর্ঘটনার দিন আল আমিন সেই মামলার হাজিরা দিতেই আদালতে যাচ্ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।