ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ধর্ষকদের গ্রেফতার দাবিতে ছাত্রদলের মিছিলে পুলিশি হামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৫, সেপ্টেম্বর ২৬, ২০২০
ধর্ষকদের গ্রেফতার দাবিতে ছাত্রদলের মিছিলে পুলিশি হামলা

সিলেট: সিলেট এম.সি কলেজে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণের সঙ্গে জড়িত চিহ্নিত ছাত্রলীগ ক্যাডারদের গ্রেফতার দাবিতে ছাত্রদলের বের করা মিছিলে হামলা চালিয়েছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নগরে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে বের করা হয়।

মিছিলটি নগরের চৌহাট্টায় আসার পর বাধা হয়ে দাঁড়ায় পুলিশ। এসময় মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ শর্টগানের গুলি ছুঁড়ে। এতে ছাত্রদল নেতাকর্মীরা ব্যানার ছেড়ে দিকবিদিক ছোটাছুটি শুরু করে। পুলিশি হামলায় কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি ছাত্রদলের।

হামলায় আহত হয়েছেন মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সৌরভ, এমসি কলেজ ছাত্রদল নেতা সৈয়দ মিনহাজ, ছাত্রদল নেতা রাজ খান ইমন ও জুবের আহমদসহ অসংখ্য আরো অনেকে।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘন্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
এনইউ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।