ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

চাঁপাইনবাবগঞ্জে জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২০
চাঁপাইনবাবগঞ্জে জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ছবি: বাংলানিউজ

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।  

‘সুশাসন চাই, বৈষম্যের অবসান কারও সমাজতন্ত্রের পথ ধরো দূর্নীতিবাজ লুটেরা, বাজার সিন্ডিকেট গুণ্ডা, ধর্ষক, অপরাধী, অসৎ রাজনৈতিক অসৎ অফিসারদের অশুভ চক্র ধ্বংস করো’ স্লোগানে এ বার্ষিকী উদযাপন করা হয়।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু মুক্তমঞ্চ থেকে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মুক্তমঞ্চে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় যুব জোট চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- জাসদ চাঁপাইনবাবগঞ্জের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু, চাঁপাইনবাবগঞ্জ জেলা জাসদ ছাত্রলীগ সভাপতি আব্দুল মজিদ, পৌর জাসদের সভাপতি গোলাম মোস্তফা সবুর, নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার জাসদ সভাপতি তসিকুল রেজা তনু, সাধারণ সম্পাদক আসিফ ইয়াসির, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাহজামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।