ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বড়াইগ্রামে আটক ১৫ জামায়াত নেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
বড়াইগ্রামে আটক ১৫ জামায়াত নেতা কারাগারে

নাটোর: নাটোরের বড়াইগ্রামের একটি মসজিদ থেকে আটক হওয়া জেলা জামায়াতের সাবেক সেক্রেটারিসহ দলের ১৫ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে আটকদের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানযীম আলম তাবাসসুমের আদালতে হাজির করা হলে বিচারক সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুর রহিম বাংলানিউজকে জানান, রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় বড়াইগ্রাম উপজেলার জালশুকা জামে মসজিদ থেকে নাটোর সিটি কলেজের অধ্যক্ষ ও জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি দেলোয়ার হোসেন খান, বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমির আবুল হোসেন, সেক্রেটারি আবু বকর সিদ্দিকসহ ১৫ নেতাকর্মীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ধর্মীয় বই, দলের চাঁদা আদায়ের রশিদসহ অন্য কাগজপত্র উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।