ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

করোনায় ছাত্রলীগ নেতার মৃত্যু

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
করোনায় ছাত্রলীগ নেতার মৃত্যু

বাকৃবি (ময়মনসিংহ): করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী এবং বাকৃবি শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নূরে আলম তপন (২৮) মারা গেছেন।  

ময়মনসিংহ থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বৃহস্পতিবার (১৯ নভেম্বরে) সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

জানা যায়, গত ৫ নভেম্বর তপনের করোনা পজেটিভ আসে। শারীরিক অবস্থার অবনতি হলে ১৩ নভেম্বর তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। করোনা ছাড়াও ফুসফুসে প্রদাহ ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

তপন ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার দত্তপাড়া গ্রামের লিটনের ছেলে। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষে পশুপালন অনুষদে ভর্তি হন। এরপর তিনি ডেইরি সায়েন্স থেকে মাস্টার্স করেন। রাজনৈতিক ক্যারিয়ারে তিনি প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিব হল সভাপতি ছিলেন। পরে তিনি বাকৃবি
শাখা ছাত্রলীগের যু্গ্ম-সাধারণ সম্পাদক হন।  

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।