ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘পলাশবাড়ী পৌর নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২০
‘পলাশবাড়ী পৌর নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত’

গাইবান্ধা: গাইবান্ধার নবগঠিত পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে মানুষ উন্নয়ন পক্ষে থেকে নৌকার বিজয় সুনিশ্চিত করবে বলে মন্তব্য করেছেন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু বক্কর প্রধান।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে বাংলানিউজের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

  

আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনকে সামনে রেখে পৌর এলাকার ২৪টি গ্রামে দিন-রাত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ৫০ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত আওয়ামী লীগের বর্ষীয়ান এ নেতা।  

আবু বক্কর প্রধান বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল। জনগণ উন্নয়নের পক্ষে আছে বলেই ব্যালটের মাধ্যমে আওয়ামী লীগকে টানা তৃতীয় মেয়াদে দেশ পরিচালনার রায় দিয়েছে।

এরই ধারাবাহিকতায় গাইবান্ধা-৩ আসন (পলাশবাড়ী-সাদুল্যাপুর) দীর্ঘ সময় জাতীয় পার্টির দখলে থাকলেও বর্তমানে আওয়ামী লীগের দুর্গে পরিণত হয়েছে। এখানে দশম ও একাদশ সংসদ নির্বাচনে টানা দুইবার আওয়ামী লীগের প্রার্থী ডা. ইউনুস আলী সরকার নির্বাচিত হন। তার আকস্মিক মৃত্যুতে এ আসনে উপনির্বাচনে জণগণ উন্নয়নের পক্ষে থেকে নৌকার প্রার্থী অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতিকে বিপুল ভোটে নির্বাচিত করেন। অতীতের ধারাবাহিকতায় আসছে পলাশবাড়ী পৌর নির্বাচনে জনগণ দেশের চলমান উন্নয়নের পক্ষে থেকে নৌকার বিজয় নিশ্চিত করবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম বাংলানিউজকে জানান, ২৩ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ২৪ নভেম্বর প্রতীক বরাদ্দ শেষে ১০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

পৌরসভার ৯টি ওয়ার্ডে ১টি মেয়র, ৯টি সাধারণ কাউন্সিলর ও তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্ধারণে ১৬টি ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৬০২ জন। এর মধ্যে পুরুষ ১৫ হাজার ৩৩৫ ও নারী ভোটার সংখ্যা ১৬ হাজার ২৬৮ জন।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ২১ নভেম্বর
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।