ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম করোনা পজিটিভ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪১, নভেম্বর ৩০, ২০২০
সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম করোনা পজিটিভ

ঢাকা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

রোববার (২৯ নভেম্বর) তার করোনা ভাইরাস পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

সিপিবি দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দপ্তর সেল থেকে আরও জানা যায়, বর্তমানে মুজাহিদুল ইসলাম সেলিম ডা. চন্দ্রশেখর বালার তত্ত্বাবধানে বাসায় চিকিৎসাধীন রয়েছেন। ডাক্তারের পরামর্শে প্রয়োজনে তাকে হাসপাতালে স্থানান্তর করা হবে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

সিপিবির পক্ষ থেকে কমরেড মুজাহিদুল ইসলাম সেলিমের দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২০
আরকেআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।