ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

জিয়াউর রহমানের নাম বহাল চেয়ে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩০, ডিসেম্বর ২, ২০২০
জিয়াউর রহমানের নাম বহাল চেয়ে মানববন্ধন মানববন্ধন/ ছবি: শাকিল আহমেদ

ঢাকা: রাজধানীর মোগলটুলী এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।  

বুধবার (০২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

 

মানববন্ধনে অংশ নেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফখরুল ইসলাম রবিন, সাধারণ সম্পাদক গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজ, কেন্দ্রীয় নেতা শফিউল আলম, শহিদুজ্জামান কাকন, জহির রায়হান জসিম, কাজী রহমান মানিক, পারভেজ আল বাকী, নাজমুল হাসান, কামরুজ্জামান বিপ্লব, রফিকুল ইসলাম মাসুম ও নজরুল ইসলাম জুয়েল প্রমুখ।  

মানববন্ধনে বক্তারা অবিলম্বে জিয়াউর রহমানের নাম বহাল করার দাবি জানিয়ে বলেন, নাম মুছে শহীদ জিয়াকে জনগণের অন্তর থেকে মোছা যাবে না। বাংলার প্রতিটি দেশপ্রেমিক মানুষের হৃদয়ের মণিকোঠায় শহীদ জিয়া রয়েছেন।  

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২০
টিএম/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।