ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ফের করোনা আক্রান্ত আ.লীগ নেতা আমিনুল ইসলাম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:০৬, ডিসেম্বর ৯, ২০২০
ফের করোনা আক্রান্ত  আ.লীগ নেতা আমিনুল ইসলাম আমিনুল ইসলাম আমিন

ঢাকা: আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন আবারও করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে তিনি দ্বিতীয়বার আক্রান্ত হলেন।

 

করোনা উপসর্গ থাকায় মঙ্গলবার (০৮ ডিসেম্বর) তিনি পরীক্ষা করান। ফলাফলে তার করোনা পজিটিভ আসে।  

ভাইরাস আক্রান্ত হওয়ায় তিনি রাজধানীর শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে ভর্তি আছেন এবং বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ অনুযায়ী চিকিত্সা নিচ্ছেন।

বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

এর আগে গত ২২ জুন তার প্রথম করোনা পজিটিভ হয়। তবে তেমন কোনো উপসর্গ ছিল না। সে সময় তিনি বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নেন।

** করোনা আক্রান্ত কেন্দ্রীয় আ.লীগ নেতা আমিনুল ইসলাম
** আওয়ামী লীগ নেতা আমিন অসুস্থ, দোয়া কামনা

বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২০
এসকে/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।