ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

করোনায় মারা গেলেন শ্রীপুর পৌর নির্বাচনের বিএনপি প্রার্থী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২০
করোনায় মারা গেলেন শ্রীপুর পৌর নির্বাচনের বিএনপি প্রার্থী মেয়র প্রার্থী শহীদুল্লাহ শহীদ

ঢাকা: গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও আসন্ন শ্রীপুর পৌরসভা নির্বাচনে বিএনপি দলীয় মেয়র প্রার্থী শহীদুল্লাহ শহীদ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি-----রাজিউন)।

বুধবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার বয়স হয়েছিল ৪৫ বছর। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

মৃত্যুকালে তিনি স্ত্রীসহ এক ছেলে এক মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

বুধবার শ্রীপুর উপজেলায় বাদ মাগরিব নামাজের জানাজা শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হবে।

শ্রীপুর পৌরসভা মেয়র নির্বাচন আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২০
এমএইচ/এমআরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।