ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শ্রমিকদলের মানববন্ধনে পুলিশের বাধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২০
শ্রমিকদলের মানববন্ধনে পুলিশের বাধা

ঢাকা: অনুমতি না থাকায় রাষ্ট্রায়ত্ব ৬টি চিনিকল বন্ধের প্রতিবাদে শ্রমিক দলের মানববন্ধনে বাধা দিয়েছে পুলিশ।

বুধবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পূর্বঘোষণা অনুযায়ী জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নিতে জড়ো হন শ্রমিক দলের নেতাকর্মীরা।

তবে তাদের সেখানে দাঁড়াতে দেয়নি পুলিশ।

পুলিশের জানায়, অনুমতি ছাড়া কোনো মানববন্ধন কিংবা সমাবেশ করার সুযোগ নেই। শ্রমিকদল মানববন্ধন করার কোনো অনুমতি আমাদের দেখাতে পারেনি।

পরে শ্রমিকদলের নেতাকর্মীদের নিয়ে বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স পদযাত্রা করে বিজয় নগরে শ্রম ভবনের কাছে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেন।

প্রিন্স বলেন, আমরা দেশের অসহায় চিনিকল শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে সমর্থন জানাতে মানববন্ধন করতে চেয়েছি। পুলিশ আমাদের সেটা করতে দেয়নি। আমরা এহেন ঘটনার নিন্দা জানাই। আমি সদ্য বন্ধ হওয়া চিনিকলগুলো অবিলম্বে খুলে দিয়ে আখ মাড়াই শুরু করার দাবি জানাচ্ছি।

মানববন্ধনে বাধা পেয়ে তিনি বলেন, কথা বলা গণতান্ত্রিক অধিকার। আমরা শ্রমিকদের পক্ষে কথা বলতে এসেছিলাম, কিন্তু পুলিশ আমাদের কথা বলতে দেয়নি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

একই সময় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের ব্যানারে নেতাকর্মীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করার চেষ্টা করেন। তাদেরও পূর্বানুমতি না থাকায় পুলিশ সরিয়ে দেয়।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২০
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।