ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দাঁতভাঙা জবাব দিতে আমরা প্রস্তুত: তাপস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২০
দাঁতভাঙা জবাব দিতে আমরা প্রস্তুত: তাপস ভাস্কর্য স্থাপনে মৌলবাদীদের বাধা প্রদান ও বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে এক মানবন্ধনে হুঁশিয়ারি উচ্চারণ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘তার দাঁতভাঙা জবাব দিতে আমরা প্রস্তুত। ’

বুধবার (৯ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের সামনে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনে মৌলবাদীদের বাধা প্রদান ও বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে’ মানববন্ধন আয়োজন করে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।

কর্মসূচিতে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন সংগঠনের আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও যুগ্ম আহ্বায়ক আবদুল বাসেত মজুমদার।

বক্তব্যে সংগঠনের সদস্য সচিব ও মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘ভাস্কর্য ভেঙে তারা মনে করেছে তারা বিজয়ী হয়েছে। যখনি সংবিধান বিরোধী কার্যক্রম হয়েছে, গণতন্ত্রকে আক্রমণ করেছে, মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত এসেছে, তখনি আমরা আইনজীবী অঙ্গন তার দাঁতভাঙা জবাব দিয়েছি। এখনও আমরা প্রস্তুত তার দাঁতভাঙা জবাব দিতে। ’

হেফাজতে ইসলামের আমীর জুনায়েদ বাবুনগরীর উদ্দেশে ব্যারিস্টার তাপস বলেন, ‘জনাব বাবুনগরী, আপনারা ভুলে গেছেন। মনে করেছেন একটি ভাস্কর্য ভাঙলে মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট হয়ে যাবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এ বাংলাদেশে এখন শান্তির নীড় প্রতিষ্ঠা করেছি। এ করোনা ভাইরাস মোকাবিলা করে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা শান্তিপ্রিয়। আমরা সুন্দরভাবে দেশ এগিয়ে চলার জাতি গঠনে নিয়োজিত আছি। কিন্তু তার মানে এই নয় যে, আপনারা প্রতিক্রিয়াশীল শক্তি এ মুক্তিযুদ্ধের চেতনায় জাতির পিতার চেতনায়, জাতির পিতার প্রতি আপনারা কটূক্তি করে, আপানারা মনে করছেন আবার জঙ্গিবাদে দেশকে নিয়ে যাবেন। বাংলা ভাই সৃষ্টি করবেন। যুদ্ধাপরাধীদের আসন নেবেন। সে সুযোগ আর বাংলার মাটিতে হতে আমরা দেবো না। ’

২০১৩ সালে ৫ মে’র কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জনাব বাবুনগরী, আপনকে স্মরণ করিয়ে দিতে চাই সেই ৫ মে’র কথা, ভুলে গেছেন? মনে করেছিলেন শাপলা চত্বর দখল করলে বাংলাদেশ দখল হয়ে যাবে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা যতদিন জীবিত আছি। এ বাংলাদেশ কেউ দখল করতে পারবে না। ’

ভাস্কর্যের বিরোধিতাকারীদের উদ্দেশে তাপস বলেন, ‘আপনারা নিবৃত্ত হবেন, শেখ হাসিনার নেতৃত্বে শান্তির নীড়ে থাকবেন। আর না হলে আপনারা একসময় যে স্লোগান দিয়েছিলেন, বাংলা হবে আফগান, আপনাদের সেই আফগানিস্তানে পাঠিয়ে দেওয়া হবে। ’

বক্তব্যে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘যারা এ অন্যায় অপকর্মের সঙ্গে সম্পৃক্ত হবে, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনবো। তাদের প্রত্যেককে বিচারের সম্মুখীন করবো। ’

অনুষ্ঠানে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর, মোখলেসুর রহমান বাদল, বশির আহমেদ, মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী, নাহিদ সুলতানা যুথী, আজহারুল্লা ভূইয়া, সানজিদা খানম শাহ মঞ্জুরুল হক, কে এম মাসুদ রুমি, এ কে এম আমিন উদ্দিন মানিক, মোজম্মেল হক রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২০
ইএস/এফএম

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।