ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

চৌধুরী কামাল ইবনে ইউসুফের প্রথম জানাজা সম্পন্ন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২০
চৌধুরী কামাল ইবনে ইউসুফের প্রথম জানাজা সম্পন্ন

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের প্রথম জানাজা গুলশান আজাদ মসজিদে সম্পন্ন হয়েছে।

বুধবার (৯ ডিসেম্বর) এশার নামাজের পর এই জানাজা হয়।

জানাজায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা এয়ারভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, মজিবুর রহমান সারোয়ার, খায়রুল কবির খোকন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ইমরান সালেহ প্রিন্স, প্রকৌশলী ইশরাক হোসেন, ডাক্তার লিটন আহমেদ, শামীমুর রহমান শামীম, আব্দুল আলীম নকীব, আবুল হোসেন, আনিসুজামান খোকন, ডা. জাফরুল্লাহ চৌধুরী।

জানাজা শেষে কফিনে দলীয় পতাকা ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, চৌধুরী কামাল ইবনে ইউসুফের শূন্যতা পূরণ হবার নয়। মহান আল্লাহ থাকে বেহেশত নসিব করুন।

বুধবার দুপুর একটায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপির এই নেতা। শুক্রবার ফরিদপুরে তার দাফন সম্পন্ন হবে।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২০
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।