ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বিএনপির প্রতি মানুষের আর আগ্রহ নেই: হানিফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২২, ডিসেম্বর ৯, ২০২০
বিএনপির প্রতি মানুষের আর আগ্রহ নেই: হানিফ

কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির প্রতি মানুষের আর কোনো আগ্রহ নেই। এজন্য  তারা ভাবছে মৌলবাদী ধর্মীয় দলগুলোকে উসকে দিয়ে আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটাবে।

আপনাদের সেই স্বপ্নে গুড়ে বালি, এ স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।

বুধবার (০৯ ডিসেম্বর) বিকেলে জেলা যুবলীগ আয়োজিত যুবলীগের কেন্দ্রীয় কমিটির নব-নির্বাচিত প্রেসিডিয়াম সদস্য সেলিম আলতাফ জর্জকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তভ্যে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, স্বাধীনতার পর প্রথম সংবিধানের উপর আঘাত করে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। ওনারা নিজেদের দলের নেতাকে মুক্তিযোদ্ধা দাবি করে অথচ তিনি পাকিস্তানের এজেন্ট ছিলেন। উনি ক্ষমতা দখল করে মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলণ্ঠিত করেছিলেন। জামায়াত-হেফাজত আর বিএনপিকে আলাদা করে দেখার সুযোগ নেই।

তিনি বলেন, হেফাজত ইসলামের যিনি বর্তমান আমির তিনি একাত্তর সালে আল বদরের সদস্য ছিলেন। আপনারা যারা ধর্মের অপব্যাখ্যা করেন তারা পাকিস্তানের ইসলাম পালন করেন। আর যারা আগুন সন্ত্রাস করে মানুষ হতে সেই বিএনপি-জামায়াত আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়ে গেছে।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আ.ক.ম সরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।