ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে দোকান উচ্ছেদের নিন্দা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২০
দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে দোকান উচ্ছেদের নিন্দা

ঢাকা: দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ফুলবাড়িয়া সুপার মার্কেটের হকার ও দোকান উচ্ছেদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। একই সঙ্গে সংগঠনটির পক্ষ থেকে ব্যবসায়ীদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসন না করে উচ্ছেদ বন্ধেরও দাবি জানানো হয়।


  
বুধবার (৯ ডিসেম্বর) শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় সভাপতি রাজেকুজ্জামান রতন ও সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল এক বিবৃতিতে বিকল্প ব্যবস্থা না করে দোকান ও হকার উচ্ছেদ বন্ধের আহ্বান জানান।

বিবৃতিতে নেতারা বলেন, ইতোমধ্যে অবৈধ দাবি করা মার্কেট থেকে সাড়ে চার কোটি টাকা ভাড়া আদায়ও করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ফুলবাড়িয়াসহ বিভিন্ন মার্কেটে স্থায়ী-অস্থায়ী দোকান বরাদ্দের নামে সিটি করপোরেশন লাখ লাখ টাকা আদায় করেছে।  

‘দোকান বরাদ্দের নামে অবৈধ টাকা ও অবৈধ ভাড়া আদায়ে সিটি করপোরেশনের শীর্ষ কর্মকর্তা এমনকী সাবেক মেয়রের নামও শোনা যাচ্ছে। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে দোকান উচ্ছেদের মাধ্যমে হাজার হাজার মানুষকে এই করোনাকালে কর্মহীন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ’

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২০
আরকেআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।