ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

পাবনায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৩, ডিসেম্বর ১১, ২০২০
পাবনায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা প্রতীকী ছবি

পাবনা: স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনায় ইউনিয়ন পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা বকুল শেখকে (৩৫)  গুলি করে ও  কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।  শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় এ হত্যার ঘটনা ঘটে।

 

বকুল দোগাছি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য ও একই ওয়ার্ডের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে।  

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, সন্ধ্যা ৭টার দিকে অনন্ত মোড়ে প্রতিপক্ষের সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে বকুল শেখকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।  

স্থানীয়দের মাধ্যমে জানা গেছে এলাকায় মকলেস প্রামাণিক গংদের সঙ্গে তার শত্রুতা ছিলো। এদিকে ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।  

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।