ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধের দাবি সিপিবির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২০
ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধের দাবি সিপিবির ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধের দাবি সিপিবির

ঢাকা: ধর্ম ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ এবং সাম্প্রদায়িক শক্তির আশ্রয়-প্রশ্রয় দাতাদের প্রতিরোধ ও রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।  

শনিবার (১২ ডিসেম্বর) পুরানা পল্টন মোড়ে সিপিবির দেশব্যাপী মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী দিবস পালন উপলক্ষে আয়োজিত কেন্দ্রীয় সমাবেশে এ আহ্বান জানান সিপিবির নেতারা।

সমাবেশে সিপিবি নেতারা বলেন, কর্তৃত্ববাদী শাসনের সুযোগ নিয়ে সাম্প্রদায়িক ধর্মান্ধ মৌলবাদী শক্তির আস্ফালন ও মুক্তিযুদ্ধবিরোধী তৎপরতা ক্রমাগত বেড়েই চলেছে। শাসকগোষ্ঠীর পৃষ্ঠপোষকতা এবং অর্থনৈতিকসহ নানা সুযোগ-সুবিধার ফলে মৌলবাদ ও সাম্প্রদায়িক শক্তি বেপরোয়া হয়ে উঠেছে। মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও মৌলবাদের উত্থানে বর্তমান সরকার ভূমিকা পালন করে চলেছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার পরও সরকার তার মৌলবাদ-তোষণ নীতি বদলায়নি।

নেতারা বলেন, ভাস্কর্য বিরোধিতার আড়ালে যারা সাম্প্রদায়িক উসকানি দিচ্ছেন তাদের অবিলম্বে গ্রেফতার ও বিচার করতে হবে।  

সমাবেশ থেকে বলা হয়, মুক্তিযুদ্ধ বিরোধী সাম্প্রদায়িক শক্তিকে প্রতিরোধ করতে হলে বামপন্থি কমিউনিস্টদের ভাত ও ভোটের এবং গণতন্ত্রের সংগ্রামকে জোরদার করার পাশাপাশি শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের সংগ্রামকে বেগবান করতে হবে। একইসঙ্গে মহান মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার মানুষদের ঐক্যবদ্ধ করে স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই জোরদার করতে হবে।

সিপিবির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম সদস্য অনিরুদ্ধ দাশ অঞ্জন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। সমাবেশ পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. সাজেদুল হক রুবেল।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পল্টন এলাকায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২০
আরকেআর/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।