ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

১৪ ডিসেম্বর কলঙ্কজনক অধ্যায়: রওশন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০
১৪ ডিসেম্বর কলঙ্কজনক অধ্যায়: রওশন বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি। ফাইল ফটো

ঢাকা: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপি বলেছেন, ১৪ ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের একটি শোকাবহ দিন। একাত্তরের এই দিনে বাংলাদেশের ইতিহাসে সংযোজিত হয়েছিল এক কলঙ্কজনক অধ্যায়।

রোববার (১৩ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধে আমাদের বিজয়ের প্রাক্কালে দখলদার পাকিস্তানি বাহিনী ও তার দোসররা পরাজয় নিশ্চিত জেনে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে মেতে ওঠেন। প্রতিহিংসার বশবর্তী হয়ে তারা জাতির অনেক কৃতি সন্তানকে হত্যা করেন।

বিরোধী দলীয় নেতা আরও বলেন, বলার অপেক্ষা রাখে না হত্যাকাণ্ডের শিকার হওয়া শহীদ বুদ্ধিজীবীরা তাদের মেধা, সৃজনশীলতা, জ্ঞান ও দক্ষতা দিয়ে স্বাধীন বাংলাদেশকে আরও সমৃদ্ধ করতে পারতেন। কিন্তু ঘাতকের নির্মমতায় তারা সেটি পারেননি।

বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ তখনই স্বার্থক হবে, যখন আমরা তাদের স্বপ্নের বাস্তবায়ন ঘটাতে পারব।  

শহীদ বুদ্ধিজীবী দিবসে সবাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একসঙ্গে কাজ করে যাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন রওশন এরশাদ।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০
এসএমএকে/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।