ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

এলডিপির একাংশের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০
এলডিপির একাংশের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ...

ঢাকা: লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি-এলডিপির একাংশের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।  

রোববার (১৩ ডিসেম্বর) দলের সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।

কমিটিতে পদ পেলেন যারা

সভাপতি আবদুল করিম আব্বাসী (সাবেক হুইপ), মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, সিনিয়র সহ-সভাপতি আবদুল গনি (সাবেক এমপি), সহ-সভাপতি তৌহিদুল আনোয়ার, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, শাখাওয়াত হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব এম এ বাশার, যুগ্ম মহাসচিব মোড়ল আমজাদ হোসেন, চাষী এনামুল হক, আরিফুল কামাল, সাহাবুদ্দিন রাশেদ, সাংগঠনিক সম্পাদক এস এম বেলাল হোসেন, দপ্তর সম্পাদক আতিকুর রহমান, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা বাবুল (ঢাকা), সাফায়াত হোসেন (চট্টগ্রাম), হালিম রাজ (রাজশাহী), শাহরিয়ার জামিল (খুলনা), শাহরিয়ার পাশা (সিলেট), শাহিন হাওলাদার (বরিশাল), কামরুজ্জামান খান (রংপুর), শফিকুল ইসলাম সেন্টু (ময়মনসিংহ), প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল প্রধান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট কাওছার, সমাজকল্যাণ সম্পাদক আবুল হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক জাফরুল্লাহ (সাংবাদিক), ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শহিদুল আনোয়ার, শিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার সফিউদ্দিন, শ্রম বিষয়ক সম্পাদক মো. রমিজউদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক শিরিন আক্তার, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, শিল্প বিষয়ক সম্পাদক মেহরাব হোসেন, অর্থ সম্পাদক সৈয়দ আরমান হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবু সাইদ, যুব বিষয়ক সম্পাদক বিএম সায়দুল হক, নির্বাহী সদস্য আফজাল হোসেন, সোহরাব হোসেন, মাইনুল ইসলাম, আজিজুল হক, ফরিদুল আলম, জানে আলম, এরশাদ আলী, খায়রুল আলম, মোবারক হুসাইন, নুরুন্নবী খন্দকার, নজরুল ইসলাম, জসিমউদ্দিন মজুমদার, সাহেদ হোসেন, আবদুর রশিদ সরকার, মাস্টার মাঈনউদ্দিন, জহিরুল আলম স্বপন।

৪ জানুয়ারি লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি-এলডিপির কাউন্সিল অধিবেশনে সভাপতি, মহাসচিব, সিনিয়র সহ-সভাপতি ও সিনিয়র যুগ্ম মহাসচিব ঘোষণা করা হলেও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০
এমএইচ/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।