ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

শহীদ বুদ্ধিজীবী দিবসে বাসদের শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৩, ডিসেম্বর ১৪, ২০২০
শহীদ বুদ্ধিজীবী দিবসে বাসদের শ্রদ্ধা

ঢাকা: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।

সোমবার (১৪ ডিসেম্বর) মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদের নেতৃত্বে বাসদ ঢাকা মহানগর নেতা জুলফিকার আলী, খালেকুজ্জামান লিপন, আহসান হাবিব বুলবুল, রুখসানা আফরোজ আশা, শোভন রহমান, মাসুক হেলাল অনিক প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া এদিন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভোর ৬টায় বাসদ কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়।

বাংকাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
আরকেআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।