ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সোনারগাঁয়ে ১২ বছর পর যুবদলের বিজয় র‍্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
সোনারগাঁয়ে ১২ বছর পর যুবদলের বিজয় র‍্যালি

নারায়ণগঞ্জ: মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রায় ১২ বছর পর র‍্যালি ও মিছিল করেছে উপজেলা যুবদলের নেতাকর্মীরা।

বুধবার (১৬ ডিসেম্বর) সকালে সোনারগাঁয়ের মোগড়াপাড়া এলাকায় থেকে র‍্যালিটি বের করা হয়।

জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের নির্দেশনায় র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় সোনারগাঁও থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কাউসার ও নোবেল মীরের নেতৃত্বে থানা যুবদল নেতা সুমন আহমেদ নান্টু, ইয়ামিন মোল্লা, আল মামুন ভুইয়া, অ্যাডভোকেট আলামিন শাহ, দেলোয়ার হোসেন, আলামিন মিয়া, বেনিয়াম, সাহানুর, মাহফুজ, মো. শরীফসহ কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মোগড়াপাড়া চৌরাস্তা এলাকাটি সবসময় যুবলীগের ঘাঁটি হিসেবে ধরা হয়। নিয়মিত এ চৌরাস্তাটি দখলে রেখে সেখানে কর্মসূচি পালন করে স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা। উপজেলায় যুবদলের কমিটি ও শক্ত অবস্থান না থাকায় দীর্ঘদিন এখানে কর্মসূচি পালিত হয়নি। তবে নতুন কমিটির নেতাকর্মীরা দীর্ঘদিন পর কর্মসূচি পালন করেছে।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।