ঢাকা, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০ শাবান ১৪৪৬

রাজনীতি

কাটাখালী পৌর নির্বাচনে আ.লীগের বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
কাটাখালী পৌর নির্বাচনে আ.লীগের বিদ্রোহী প্রার্থী বহিষ্কার খোকনুজ্জামান মাসুদ

রাজশাহী: দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ায় আওয়ামী লীগ নেতা খোকনুজ্জামান মাসুদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

খোকনুজ্জামান মাসুদ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি কাটাখালী পৌর যুবলীগের সাবেক সভাপতি।  

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী বহিষ্কারের আদেশে স্বাক্ষর করেন। এতে বলা হয়, গত মঙ্গলবার (১৫ ডিসেম্বর) উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচ্য সূচির সিদ্ধান্ত মোতাবেক কাটাখালী পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য খোকনুজ্জামান মাসুদকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

আগামী ২৮ ডিসেম্বর কাটাখালী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান মেয়র আব্বাস আলী।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।