ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি রাজনৈতিক দল হতে পারে না: তথ্য প্রতিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
বিএনপি রাজনৈতিক দল হতে পারে না: তথ্য প্রতিমন্ত্রী

ঢাকা: বাংলাদেশে সামরিক শাসনের অধীনে বিএনপি গড়ে তুলেছিলেন জিয়াউর রহমান। যে দলের জন্ম হয় ক্যান্টনমেন্টের  অস্ত্র-শস্ত্রের সঙ্গে, যাদের রাজনীতি মানুষ পোড়ানোর, তাদের দল রাজনৈতিক দল হতে পারে না।

তাদের সামরিক দল বলাই বেশি শ্রেয় বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

সোমবার (২১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত 'মহান বিজয় দিবস ২০২০ ও চলমান রাজনীতি বিষয়ে আলোচনা সভায়' প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামের নামে বিশৃঙ্খলা, অপরাজনীতি, নৈরাজ্য করার কোনো সুযোগ নেই। ধর্মের নামে অপরাজনীতি করা দলগুলোতে বিভ্রান্ত না হয়ে তাদের নির্মূল করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, বিএনপি-জামায়াত অপকর্মের নীল নকশা তৈরি করছে। সাম্প্রদায়িকতা ছড়িয়ে ভাস্কর্য ভাঙছে। আওয়ামী লীগ সরকার অতীতেও অপরাজনীতি থেকে দেশকে রক্ষায় বদ্ধপরিকর ছিল এবং এখনও বদ্ধপরিকর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু একাডেমির সভাপতি মোহাম্মদ নাজমুল হক। এসময় সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
এইচএমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।