ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ভালো কাজ করলে তার যোগ্য ফল পাওয়া যাবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
ভালো কাজ করলে তার যোগ্য ফল পাওয়া যাবে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ অন্যরা

ঢাকা: ভালো কাজ করলে তার যোগ্য ফল পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

রোববার (২৭ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ আওয়ামী তরুণ লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, পদ্মাসেতু-বঙ্গবন্ধু টানেল হচ্ছে, তখন একটি চক্র এ উন্নয়ন সহ্য করতে পারছে না। আপনাদের বুঝতে হবে তারা কারা।

তিনি বলেন, তারা হলো মতলববাজ, স্বার্থপর। যখনই আমরা কোনো ভালো কিছু করতে যাই, তখনই তারা ধর্মকে ব্যবহার করে ধর্মের দোহাই দিয়ে আন্দোলন সংগ্রাম শুরু করে, বাধা দেওয়ার চেষ্টা করে। তবে এতে লাভ নেই। ভালো কাজ সফল হবেই। মুক্তিযুদ্ধের চেতনা সামনে রেখে আমাদের তরুণদের ভালো কাজ করতে হবে। ভালো কাজ করলে তার যোগ্য ফল অবশ্যই পাওয়া যাবে।

বাংলাদেশ আওয়ামী তরুণ লীগের সভাপতি অ্যাডভোকেট আইয়ুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমেদ। এ সময় সংগঠনের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
এইচএমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।