ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে খুলনায় মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে খুলনায় মানববন্ধন

খুলনা: বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) দুপুরে মহানগরীর কেডিঘোস রোডের দলীয় কার্যালয়ের সামনে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপি সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।

এসময় বক্তব্য দেন মহানগর বিএনপি সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনাসহ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তারা বলেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশন সুষ্ঠ ভোট গ্রহণের সম্পূর্ণ ব্যর্থ। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ব্যর্থ নির্বাচন কমিশন দিয়ে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব না। যা বার বার প্রমাণিত হয়েছে। অবিলম্বে নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।