ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩২, ১০ অক্টোবর ২০২৫, ১৭ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

ফেনী পৌরসভা নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী ১৫ কাউন্সিলর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩১, জানুয়ারি ১১, ২০২১
ফেনী পৌরসভা নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী ১৫ কাউন্সিলর ...

ফেনী: ফেনী পৌরসভা নির্বাচনে বিনা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ১৫ কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এসব ওয়ার্ডে জেলা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাড়া আর কোনো প্রার্থী পাওয়া যায়নি।

 

৩০ জানুয়ারি ফেনী পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে।

সোমবার (১১ জানুয়ারি) ছিল প্রতীক বরাদ্দের দিন। ২৪টি ওয়ার্ডের মধ্যে বাকি ৯টি ওয়ার্ডে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া প্রতীক দেওয়া হয়েছে ৫ মেয়র প্রার্থীকেও।  

নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মেয়র পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজী, বিএনপির প্রার্থী আলাল উদ্দিন আলাল, এনডিএম প্রার্থী তরিকুল ইসলাম (সিংহ), গোলামুর রহমান আজম (হাতপাখা) ও ইয়ামিন হাসান ইমন (লাঙ্গল)।  

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় যারা জয়ী হয়েছেন তারা হলেন- ১ নম্বর ওয়ার্ডে আশ্রাফুল আলম গীটার, ২ নম্বর ওয়ার্ডে লুৎফুর রহমান খোকন হাজারী, ৩ নম্বর ওয়ার্ডে কোহিনুর আলম, ৪ নম্বর ওয়ার্ডে সাহাব উদ্দিন তসলিম, ৫ নম্বর ওয়ার্ডে জয়নাল আবদীন লিটন, ৬ নম্বর ওয়ার্ডে আবুল কালাম, ৯ নম্বর ওয়ার্ডে সাইফুল ইসলাম তানজিম, ১১ নম্বর ওয়ার্ডে গোলাম মেহেদী আলম চৌধুরী রুবেল, ১৩ নম্বর ওয়ার্ডে নাছির খান, ১৬ নম্বর ওয়ার্ডে আমির হোসেন বাহার, সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে হাসিনা আক্তার নিঝুম, ২ নম্বর ওয়ার্ডে মোসাম্মৎ জেসমিন আক্তার, ৩ নম্বর ওয়ার্ডে সেলিনা চৌধুরী সেলি, ৪ নম্বর ওয়ার্ডে ফেরদৌস আরা ও ৬ নম্বর ওয়ার্ডে ফেরদাউস আরা বেগম।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১ 
এসএইচডি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।