ঢাকা: স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা সিরাজুল আলম খানের সুচিকিৎসা ও সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করে স্বাধীনতার পতাকা উত্তোলক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, বাঙালি জাতি রাষ্ট্র বিনির্মাণে সিরাজুল আলম খানের অবদান অপরিসীম। ১৯৬২ সালে নিউক্লিয়াস বা স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ গঠন করে স্বাধীনতার মন্ত্রকে ছাত্র যুব সমাজের মননে ও চেতনার মধ্যে বিস্তার করে দেওয়ার কুশলী কারিগর তিনি।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
আ স ম রব বলেন, সিরাজুল আলম খানের নির্দেশনায় প্রণীত হয় স্বাধীন বাংলাদেশের পতাকা, রচিত হয় স্বাধীনতার ইশতেহার। তিনি ছিলেন মুজিব বাহিনীর অন্যতম সংগঠক।
জেএসডির সভাপতি বলেন, রাষ্ট্রীয় পদ-পদবী বা স্থাবর অস্থাবর সম্পত্তির সব মোহ ত্যাগ করে তিনি নিজেকে স্থাপন করেছেন অপার্থীব উচ্চতায়। এমন নির্মোহ ব্যক্তিত্ব জগতে বিরল। মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তিই তার নিরবিচ্ছিন্ন সাধনা।
তিনি বলেন, রাজনীতি ও দর্শনের এ মহান চিন্তাবিদ অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন। আমরা অনন্য সাধারণ এ বাঙালির সুচিকিৎসা নিশ্চিত করার আবেদন জানাচ্ছি ও রোগমুক্তির জন্য দেশবাসীর আন্তরিক দোয়া কামনা করছি।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
এমএইচ/আরবি