ঢাকা: করোনার টিকা নিয়ে বাণিজ্য বন্ধ করে দেশের সব নাগরিককে বিনামূল্যে বিতরণের দাবি জানিয়েছেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক শামসুল আলম।
শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানান তিনি।
শামসুল আলম বলেন, বাংলাদেশ সরকার জনগণের করের টাকায় করোনা টিকা আমদানি করছে। আর দেশের মানুষকে বেসরকারি ওষুধ কোম্পানির কাছ থেকে টিকা ক্রয় করতে হবে। এতে করে দেশের জনসাধারণের দেওয়া হাজার হাজার কোটি টাকা লোকসান হবে এবং দেশ পথে বসবে।
মানববন্ধনে অন্যান্য বক্তারা বলেন, দেশের আপামর জনসাধারণের প্রাণের দাবি করোনা টিকা নিয়ে বাণিজ্য বন্ধ করতে হবে। বাংলাদেশের সব নাগরিককে বিনামূল্যে করোনার টিকা দিতে হবে।
মানববন্ধনে বক্তব্য দেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, পিডিবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির কেন্দ্রীয় সদস্য সিরাজুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
পিএস/এমজেএফ