ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শ্রমিকরা খাদের তলানীতে: শ্রমিক ফ্রন্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
শ্রমিকরা খাদের তলানীতে: শ্রমিক ফ্রন্ট

ঢাকা: স্বাধীনতার রজতজয়ন্তীর বছরে একদল লুটপাটকারীদের সম্পদ পাহাড়ের চূড়ায় আর সম্পদ সৃষ্টিকারী শ্রমিকরা খাদের তলানীতে রয়েছেন বলে জানিয়েছেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতারা।  

সোমবার (১৮ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় স্বাধীনতা হলে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা থেকে এ কথা বলা হয়।

শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি রাজেকুজ্জামান রতনের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ।
সভায় আরও বক্তব্য রাখেন- শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতা সাইফুজ্জামান বাদশা, চৌধুরী আশিকুল আলম, শ্রমিক ফ্রন্টের ওসমান আলী, জুলফিকার আলী, আবু নাঈম খান বিপ্লব, সেলিম মাহমুদ ও রতন মিয়া। সভা পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান লিপন।

কমরেড বজলুর রশীদ ফিরোজ বলেন, ১৯৭১ সালে যুদ্ধে জীবন দিয়েছেন শ্রমিক-কৃষক, যুবক-ছাত্রসহ আপামর সাধারণ নাগরিক। কিন্তু স্বাধীনতার ৫০ পর দেশে একদল লুটপাটকারী অবস্থান করছে সম্পদের পাহাড়ের চূড়ায় আর সম্পদ সৃষ্টিকারী মেহনতী শ্রমিক শ্রেণির অর্থনৈতিক ও জীবনযাত্রার মান নামতে নামতে খাদের তলানীতে অবস্থান করছে। এ ব্যবস্থা কোনভাবেই মেনে নেওয়া যায় না। এর পরিবর্তনে চাই শ্রমিক শ্রেণির ঐক্যবদ্ধ ধারাবাহিক লড়াই।
সভায় শ্রমিক অন্যান্য নেতারা বলেন, বাংলাদেশসহ সারা পৃথিবীর শ্রমিক শ্রেণি কঠিন সময় অতিক্রম করছে। একদিকে পুঁজিবাদী শোষণ অন্যদিকে করোনা মহামারির আক্রমণ শ্রমজীবীদের জীবনের যন্ত্রণা বাড়িয়ে দিয়েছে বহুগুণ। করোনায় শ্রমিক হারিয়েছে কাজ, যাদের কাজ আছে তাদের মজুরি কমিয়ে দিয়েছে। শ্রমিকের শ্রমের দাম কমলেও খাদ্য, ওষুধ, চিকিৎসার খরচসহ সব কিছুর দাম বেড়েছে। একইসঙ্গে মালিকদের প্রতি সরকারের সহায়তা, প্রণোদনা ও সুবিধা সবই বেড়েছে। গার্মেন্টস, চা, রি-রোলিং, তাঁত, পাটকল, পরিবহন, হকার, রিকশা, দোকান কর্মচারীসহ বাংলাদেশের সব সেক্টরের শ্রমিকদের মজুরি পৃথিবীর অন্য দেশের মধ্যে কম। অথচ এই দেশে মালিকদের বাড়ি-গাড়ি, ব্যাংকের টাকা, বিদেশে টাকা পাচার সবই বাড়ছে।

নেতারা শ্রমিকের ন্যায্য মজুরি, গণতান্ত্রিক শ্রম আইন, ট্রেড ইউনিয়ন অধিকার আন্দোলনকে পুঁজিবাদী সমাজ পাল্টানোর আন্দোলনে পরিণত করার জন্য সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টকে শক্তিশালী করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
আরকেআর/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।