ফেনী: ছয় দফা দাবি নিয়ে ফেনীতে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ছাত্র ফ্রন্ট।
সংগঠনের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (২৩ জানুয়ারি) সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ফেনী শহর শাখার মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় মিছিলটি ফেনী কলেজ থেকে যাত্রা শুরু করে সব গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশে মিলিত হয়।
ছয় দফা দাবি সামনে রেখে হওয়া সমাবেশে নয়ন সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার। এছাড়াও বক্তব্য রাখেন ফেনী শাখার সদস্য ইভান তাহসীব, ফুয়াদ রাতুল ও নাবিন আবতাহী। সমাবেশটিতে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ফেনী শহর শাখার আহ্বায়ক নয়ন পাশা।
সমাবেশে বক্তারা বর্তমান শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা এবং সামাজিক সংকট নিয়ে ছাত্র ফ্রন্টের ছয় দফা দাবি তুলে ধরেন। এছাড়াও, কারিগরি শিক্ষা ব্যবস্থার সংকটের বিষয়গুলো সমাবেশে তুলে ধরা হয়। সমাবেশ শেষে বক্তারা ৩৬ বছরের ধারাবাহিকতায় সর্বজনীন বিজ্ঞানভিত্তিক সেক্যুলার একই ধারার শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য সামনে রেখে ছাত্রদের নৈতিক দাবি নিয়ে কাজ করে যাওয়ার আশ্বাস জানান।
এ ছয় দফা দাবি হলো— করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন ফি মওকুফ করা, স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হল খুলে পরীক্ষা নেওয়া। বিশ্ববিদ্যালয়ে নাইট কোর্স বন্ধ করা, সবার জন্য বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহ করা, স্কুলস্তরে শিখনকালীন মূল্যায়নের নামে শিক্ষকের হাতে মার্কস দেওয়া বন্ধ, ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধ করা। শিক্ষা প্রতিষ্ঠানে নারী নিপীড়ন বিরোধী সেল কার্যকর, বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের সরকারিভাবে সহযোগিতা করা।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২১
এসএইচডি/এফএম