ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মাগুরায় নবনির্বাচিত নারী কাউন্সিলর ছোবেতারা আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২১
মাগুরায় নবনির্বাচিত নারী কাউন্সিলর ছোবেতারা আর নেই ছোবেতারা বেগম

মাগুরা: হৃদরোগে আক্রান্ত হয়ে মাগুরায় নবনির্বাচিত পৌরসভার সংরক্ষিত (১,২ ও ৩ নম্বর ওয়ার্ড) নারী কাউন্সিলর ছোবেতারা বেগম (৬৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

(০২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

গত ১৬ জানয়ারি মাগুরা পৌরসভায় বিপুল ভোটে নির্বাচিত হন তিনি। তিনি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতিও ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, র্দীঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন ছোবেতারা। সোমবার (০১ জানুয়ারি) অসুস্থ অবস্থায় তাকে ঢাকার সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। সেখানে  চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান।

মাগুরা পৌরসভার ০৯ নম্বর ওয়ার্ড কাউন্সিল আবু রেজা নান্টু বাংলানিউজকে জানান, মাগুরা পৌরসভার রায়গ্রামের বাসিন্দা ছোবেতারা বেগম একজন জনপ্রিয় জনপ্রতিনিধি ছিলেন। তিনি ওই এলাকায় থেকে এবার নিয়ে চারবার কাউন্সিলর নির্বাচিত হন। সদ্য সমাপ্ত নির্বাচনেও নয় হাজারের বেশি ভোটের ব্যবধানে জয়ী হন। বতমান পরিষদ প্যানেল মেয়দের দায়িত্বে ছিলেন জেলা আওয়ামী লীগের এই সভাপতি। বুধবার (০৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে তার জানাজা হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।