লালমনিরহাট: লালমনিরহাট পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় আলী হোসেন ওরফে মাছুয়া আলী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে লালমনিরহাট পৌরসভার নামাটারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে লালমনিরহাট পৌরসভার নয়ারহাট এলাকায় নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।
আরও পড়ুন: নৌকার নির্বাচনী কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় মামলা
পুলিশ ও স্থানীয়রা জানায়, লালমনিরহাট পৌরসভা নির্বাচনে পৌর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন নৌকা প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী প্রচার প্রচারণায় পৌরসভার বিভিন্ন পাড়া মহল্লায় সব প্রার্থীর নির্বাচনী কার্যালয় রয়েছে। নয়ারহাট এলাকায় নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে মঙ্গলবার রাতে হামলা চালিয়ে দুর্বৃত্তরা চেয়ার টেবিল ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করে। টের পেয়ে স্থানীয়রা আগুন নেভায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ঘটনায় বুধবার (১০ ফেব্রুয়ারি) স্থানীয় নৌকা সমর্থক শফিকুল ইসলাম দিলু বাদী হয়ে বেশ কয়েকজনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা এক/দেড়শ’ জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকালে এজাহারভুক্ত আসামি আলী হোসেন ওরফে মাছুয়া আলীকে গ্রেফতার করে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বাংলানিউজকে বলেন, মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
এসআই