খাগড়াছড়ি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ি জেলা বিএনপির উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ পালন করা হয়েছে।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে শহরের কলাবাগান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
এ সময় সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এমএন আবছার ও জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ।
সমাবেশে বক্তারা জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৮১ নেতাকর্মীর নামে দেওয়া মামলা বাতিল ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ দলীয় নেতাকর্মীকে নামে দায়ের সব মিথ্যা মামলা প্রত্যাহারে দাবি জানানো হয়।
এ সময় বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
এডি/ওএইচ/