ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

করোনা ও সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করাই বর্তমান চ্যালেঞ্জ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২১
করোনা ও সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করাই বর্তমান চ্যালেঞ্জ ওবায়দুল কাদের

ঢাকা: করোনা ভাইরাস এবং সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করাই বর্তমান চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (১৭ এপ্রিল) সকালে মুজিবনগর দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বর্তমানে আমাদের সামনে দু’টি চ্যালেঞ্জ রয়েছে। একটি হচ্ছে প্রাণঘাতী করোনা ভাইরাসকে প্রতিরোধ এবং পরাজিত করা। অন্যটি স্বাধীনতার চেতনার শত্রু সাম্প্রদায়িকতাকে রুখতে, প্রতিহত এবং পরাজিত করতে হবে। মূলত এই দু’টি চ্যালেঞ্জ আমাদের সামনে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই চ্যালেঞ্জের মুখোমুখি আছি। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা করোনাকে প্রতিরোধ করবো এবং সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করে পরাজিত করবো।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী আরও বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের আন্তরিকতা, সদিচ্ছা এবং চেষ্টার কোনো ঘাটতি নেই। সব ধরনের ঘাটতি সরকার পূরণ করার চেষ্টা করছে। অনেক দেশের তুলনায় বাংলাদেশ তুলনামূলকভাবে করোনায় ভালো আছে। আমাদের প্রতিবেশী দেশে প্রতিদিন প্রায় আড়াই লাখের ওপরে সংক্রমণ হচ্ছে। সেদিক থেকে এখনো বাংলাদেশের অবস্থা ভালো। করোনা ভাইরাস মোকাবিলা করা দুরূহ এবং কঠিন চ্যালেঞ্জ। কিন্তু শেখ হাসিনার মতো সাহসী কান্ডারী আমাদের সঙ্গে আছেন। করোনার প্রথম ঢেউ মোকাবিলায় তিনি বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। জীবনের সঙ্গে জীবিকার সমন্বয় করে তিনি পরিস্থিতির মোকাবিলা করেছেন। আজও আমাদের এবং দেশের মানুষের নেত্রীর ওপর আস্থা রয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই চ্যালেঞ্জও অতিক্রম করবো।
  
মুজিবনগর দিবস উপলক্ষে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালের এই দিনে কুষ্টিয়ার মেহেরপুরের আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। এর আগে ১০ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হয় এবং স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়। আজকে মুজিবনগর সরকারেরও ৫০ বছর পূর্তি। করোনার এই কঠিন পরিস্থিতিতে দিবসটি আমরা উৎসবমুখর পরিবেশে পালন করতে পারছিনা।  

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২১
আরকেআর/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।