ঢাকা: গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদের মা রাজিয়া বেগম করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
শনিবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ৩টায় রাজধানী ঢাকার হাই কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
শনিবার বাদ মাগরিব উত্তরায় বাসার সামনে জানাজা শেষে বরগুনায় নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফনের উদ্দেশ্যে রাজিয়া বেগমের মরদেহ নিয়ে যাওয়া হবে।
রাজিয়া বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) আবুল হাসান রুবেল এক শোকবার্তায় বলেন, আমাদের সহযোদ্ধা ফিরোজ আহমেদের মায়ের মৃত্যুতে আমরা চরমভাবে শোকাহত। মৃত্যু অবধারিত হলেও তা মেনে নেওয়া স্বজনদের জন্য সত্যিই কষ্টের। ফিরোজ আহমেদসহ পরিবারের প্রতি গভীর সমবেদনা ও ভালোবাসা জানাচ্ছি।
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২১
এমজেএফ