ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

রাজনীতি

পিরোজপুর জেলা যুবদলের সহ-সভাপতিকে অব্যাহতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৮, এপ্রিল ২৫, ২০২১
পিরোজপুর জেলা যুবদলের সহ-সভাপতিকে অব্যাহতি মো. মিজানুল হক লিটন

পিরোজপুর: পিরোজপুর জেলা যুবদলের সহ-সভাপতি মো. মিজানুল হক লিটনকে তার দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।  

সংগঠনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক)  কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য জানানো হয়।

 

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন এ আদেশটি অনুমোদন দেন।  

বিজ্ঞপ্তিতে থেকে জানা যায়, সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ থাকার পরিপ্রেক্ষিতে জাতীয়তাবাদী যুবদল পিরোজপুর জেলা শাখার সহ-সভাপতি পদ থেকে মো. মিজানুল হক লিটনকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।  

লিটন জেলার নাজিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ওই উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের মাহমুদকান্দা গ্রামের আব্দুর রাজ্জাক ফকির খোকার ছেলে। তিনি ঢাকায় ব্যবসা করেন।  

অব্যাহতি দেওয়া বিষয়ে মিজানুল হক লিটন বাংলানিউজকে জানান, তিনি এমন কোনো চিঠি পাননি বা কোনো তথ্য তার জানা নেই।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।