ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

রাজনীতি

শাহজাদপুরে জামায়াতের দুই নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৩, এপ্রিল ২৫, ২০২১
শাহজাদপুরে জামায়াতের দুই নেতা আটক আটকরা। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: নাশকতাসহ সরকারবিরোধী নানা কর্মকাণ্ডের পরিকল্পনায় গোপন বৈঠক করার সময় সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে জামায়াতের  দুই নেতাকে আটক করেছে পুলিশ।  

শনিবার (২৪ এপ্রিল) গভীর রাতে শাহজাদপুর পৌর এলাকার পুকুরপার মহল্লায় জামায়াত নেতা মো. হোসেন আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় হকিস্টিক, দেশীয় অস্ত্র, জিহাদী বই ও টাকা আদায়ের রশিদ উদ্ধার করা হয়।  

আটকরা হলেন- শাহজাদপুর পৌর জামায়াতের রোকন পুকুরপাড় মহল্লার মো. হোসেন আলী (৬৩) ও সদস্য দ্বারিয়াপুর মহল্লার সালমান ওরফে আলমাস আকন্দ (৩২)।

রোববার (২৫ এপ্রিল) বিকেলে শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) কমল কুমার দেবনাথ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, পুকুরপাড় মহল্লায় জামায়াত নেতা হোসেন আলীর বাড়িতে সরকারবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য গোপন বৈঠক চলছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে জামায়াত নেতাকর্মীরা পালানোর চেষ্টা করে। এ অবস্থায় ঘটনাস্থল থেকে হোসেন আলী ও সালমানকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়। এ সময় ওই বাড়ি থেকে হকি স্টিক, দেশীয় অস্ত্র, জিহাদী বই ও জামায়াতের টাকা আদায়ের রশিদ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আটক জামায়াত নেতাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর রোববার (২৫ এপ্রিল)  আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।