ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট প্রসঙ্গে যা বললেন ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২১
ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট প্রসঙ্গে যা বললেন ফখরুল

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ইদানিং আমার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন রকমের প্রচারণা চালানো হচ্ছে।

তিনি বলেন, একইসঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের পরিবার এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবারের সদস্যদের নামেও ভুয়া অ্যাকাউন্ট খুলে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।

আমরা এটার আগেও নিন্দা জানিয়েছি, আজও নিন্দা জানাচ্ছি।

সোমবার (২৬ এপ্রিল) দুপুরে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমার কাছে মনে হয়, এ বিষয়টার সঙ্গে সরকারের মদদ আছে। সরকারের মদদপুষ্ট দুস্কৃতিকারীরা এ ঘটনা ঘটাচ্ছে। একইসঙ্গে সারাদেশে যাতে সত্য প্রচারিত না হয়, জনগণ যাতে সত্য জানতে না পারে তার জন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তৈরি করে মানুষের বাকস্বাধীনতা রুদ্ধ করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২১
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।