ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হেফাজতের পক্ষে লেখালেখি, গোপালগঞ্জে ছাত্রলীগের ৩ নেতা বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২১
হেফাজতের পক্ষে লেখালেখি, গোপালগঞ্জে ছাত্রলীগের ৩ নেতা বহিষ্কার

গোপালগঞ্জ: সামাজিক যোগাযোগ মাধ্যমে হেফাজতের পক্ষে অবস্থান নিয়ে বিভিন্ন লেখালেখি করায় গোপালগঞ্জে ছাত্রলীগের তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।  

বহিষ্কৃত ছাত্রলীগ নেতারা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ ও ফয়সাল সরদার এবং ক্রীড়া সম্পাদক শেখ রোমান আহম্মেদ।


 
মঙ্গলবার (২৭ এপ্রিল) গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম সিকদার ও সাধারণ সম্পাদক মোল্লা রনি হোসেন কালু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, ওই তিন নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শরীফুল ইসলাম সিকদার জানিয়েছেন, ওই তিন নেতা হেফাজতের পক্ষে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করায় তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।