সিলেট: জন্মদিন নানা জমকালো আয়োজনে পালন করে থাকেন লোকজন। কেক কাটার পাশাপাশি অতিথিদের আপ্যায়ন যথারীতি রেওয়াজে পরিণত হলেও এক্ষেত্রে ব্যতিক্রম সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।
করোনাকালে নিজের জন্মদিন ভিন্নভাবে পালনের উদ্যোগ নিলেন তিনি। মৃত্যুর পর শেষ যাত্রায় কবর প্রস্তুতকারী গোরখোদকদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী দিতে ছুটে গেলেন আওয়ামী লীগের এই নেতা।
শনিবার(০১ মে) বিকেল ৪টার দিকে সিলেট সিটি করপোরেশনের মালিকানাধীন নগরের বৃহৎ হযরত মানিক পীর (র.) গোরস্তান এলাকায় গিয়ে গোরখোদকদের হাতে তুলে দেন ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই)।
যদিও করোনায় মৃত্যুবরণকারীদের দাফনের জন্য সরকার নির্ধারিত বিশেষ ব্যবস্থা রয়েছে। তবে তা মোটেও যথেষ্ট নয় বলে মনে করেন সচেতন মহল। এ অবস্থায় মরদেহ দাফনের সঙ্গে জড়িতদের সুরক্ষা সামগ্রী খুবই প্রয়োজন। অন্তত তাদের নিরাপদ রাখতে এসব সামগ্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও মনে করেন আওয়ামী লীগের প্রথম সারির এই নেতা।
পিপিই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত বক্তারা অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের সচেতনতার জন্য ব্যাপক প্রশংসা করেন।
সংশ্লিষ্টরা বলেন, মহামারি করোনার হানায় বিপর্যস্ত আমাদের প্রতিবেশী দেশ ভারত। সেখানে চিকিৎসা সুবিধা প্রায় ভেঙে পড়েছে। এমন দুঃসময় বাংলাদেশে এখনো শুরু না হলেও স্বস্তিতে থাকার কোনো সুযোগ নেই। প্রায় প্রতিদিনই মানুষ আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। আর সিলেট ভারত সীমান্তে ঘেষা হওয়াতে চরম ঝুঁকিতে রয়েছে।
ভারত থেকে যেমন চোরাই পথে আসছে চোরাচালানের চালান, তেমনি আসছে গরু মহিষসহ অন্যান্য পণ্য। এমনকি সীমান্তের চোরাই পথে মানুষও আসছে। এ অবস্থায় সিলেট মহানগরী ও জেলার বিভিন্ন উপজেলা সদরের অধিবাসীদের নিয়ে শঙ্কিত সচেতন মানুষ। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সচেতন থাকার পরামর্শ দেন নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার শাকির আহমদ শাহিন, উপ-দপ্তর সম্পাদক মজির উদ্দিন, কোষাধ্যক্ষ শমসের জামাল, সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, আওয়ামী লীগ নেতা মাসুদ হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমান, যুবলীগ নেতা মিজান আহমদ, খালেদুর রহমান, ১৬ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি সেবুল আহমদ সাগর, মাজারের তত্বাবধায়ক রজব আহমদ ও মাওলানা জাকির আহমদ।
বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, মে ০২, ২০২১
এনইউ/এমআরএ