ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে লেবার পার্টির বিক্ষোভ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, মে ৩১, ২০২১
খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে লেবার পার্টির বিক্ষোভ খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে লেবার পার্টির বিক্ষোভ

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

সোমবার (৩১ মে) দুপুরে বিজয়নগর মোড়ে খালেদা জিয়ার মুক্তি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে এক সমাবেশে তিনি একথা বলেন।

ডা. ইরান বলেন, চাল ডাল তেলসহ দ্রব্যমূল্য দফায় দফায় বৃদ্ধির কারণে জনগণ দিশেহারা। দুর্নীতি লুটপাট ও দুঃশাসনের কারণে দেশের অর্থনীতি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। অসাধু কালোবাজারি সিন্ডিকেট চক্র সরকারদলীয় হওয়ায় বাজার নিয়ন্ত্রণে আসছে না।

তিনি অবিলম্বে খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়ার দাবি জানান। অন্যথায় খালেদা জিয়ার কিছু হলে তার দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে বলে হুঁশিয়ারি দেন।  

সমাবেশে আরও বক্তব্য রাখেন- লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান, ভাইস চেয়ারম্যান মোসলেম উদ্দিন, উপদেষ্টা সদস্য বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, মানবাধিকার নেত্রী অ্যাডভোকেট জহুরা খাতুন জুঁই, আর্ন্তজাতিক সম্পাদক খোন্দকার মিরাজুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ মিজানুর রহমান, মহিলা সম্পাদিকা নাছিমা নাজনিন সরকার, কেন্দ্রীয় সদস্য খোরশেদ আলম, যুবমিশন আহ্বায়ক ইমরুল কায়েস, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো. মিলন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ও সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, মে ৩১, ২০২১
এমএইচ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।