ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

রাজনীতি

আশুলিয়ায় পিস্তলসহ ছাত্রলীগ নেতা আটক

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৩, জুন ১৫, ২০২১
আশুলিয়ায় পিস্তলসহ ছাত্রলীগ নেতা আটক

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় পিস্তল ও গুলিসহ রবিউল ইসলাম রবি নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে র‌্যাব-৪।

মঙ্গলবার (১৫ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৪ সিপিসি-২।

 

এর আগে সোমবার (১৪ জুন) গভীর রাতে তাকে আশুলিয়ার শিমুলিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। রবিউল ইসলাম রবি শিমুলিয়া ইউনিয়নের হাসান আলীর ছেলে। তিনি শিমুলিয়া ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি।  

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে শিমুলিয়ার ওই এলাকায় কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী অপরাধ সংঘটনের উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দেশীয় পিস্তল, ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।

এ বিষয়ে র‍্যাব-৪ এর সহাকারী পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমান চৌধুরী বাংলানিউজকে বলেন, রবি নামে এক সন্ত্রাসী ও অস্ত্রধারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জুন ১৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।