পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে কেশবপুর ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই জন গুরুতর আহত হন।
সোমবার (২১ জুন) সকালে উপজেলার কেশবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্রে আওয়ামী লীগের নৌকা প্রতীকের আলাউদ্দীন টিটু এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী চশমা প্রতীকের মহিউদ্দিন লাবলুর কর্মী সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।
জেলা সিনিয়র নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান বাংলানিউজকে জানান, ভোট কেন্দ্রর বাইরে এ ঘটনা ঘটে, এখন আবারও ভোট চলছে।
২ নম্বর ওয়ার্ড ভোট কেন্দ্রের পিজাইডিং অফিসার রিয়াজুল ইসলাম জানান, সাড়ে ৮টার দিকে কেন্দ্রের বাহিরে কিছুটা হট্টগোল শুরু হলে ১০ মিনিটের জন্য ভোট গ্রহণ বন্ধ রাখা হয়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নির্বিঘ্নে ভোট চলছে।
বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, জুন ২১, ২০২১
এনটি